দুবাই চলচ্চিত্র উৎসবে ‘গান্দে’র প্রিমিয়ার
দ্য রিপোর্ট ডেস্ক : যশরাজ ফিল্মের নতুন ছবি গান্দে’র ট্রেইলরের প্রিমিয়ার হতে যাচ্ছে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ক্রাইম থ্রিলার ধাচের সিনেমাটির ট্রেইলরের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক আলী আব্বাস জাফর ও অভিনয় শিল্পীরা। খবর জিনিউজ।
প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই দুবাইয়ে পৌঁছাবেন সিনেমার অভিনয় শিল্পী রণবীর সিং, অর্জুন কাপুর ও প্রিয়াংকা চোপরা।
২০১২ সালের আগস্টে পরিচালক আলী আব্বাস জাফর ছবিটির ‘গান্দে’ নামটি প্রকাশ করেছিলেন।
১৯৭০ সালের কলকাতার অস্থির সময়ে বিক্রম (রণবীর সিং) এবং বালা (অর্জুন কাপুর) নামের দুই গ্যাংস্টারের কাহিনী তুলে ধরা হবে অ্যাকশন ভিত্তিক সিনেমাটিতে।
প্রথমে নায়িকার ভূমিকায় ক্যাটরিনা কাইফকে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে দুই নায়কের পছন্দের ভিত্তিতে প্রিয়াংকা চোপরাই হন গান্দে হিরোইন। সিনিমাটিতে দুই হিরোই বাঙালির ভূমিকায় অভিনয় করবেন। ফেব্রুয়ারির ১৪ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে রণবীর ও অর্জুন উভয়েই যশরাজ ফিল্মের ব্যান্ড বাজা বারারাত ও ইশেকজাদা সিনেমাতে অভিনয় করেছিলেন।
প্রিমিয়ারের পর শুক্রবার থেকেই সিনেমার ট্রেইলারটি ইউটিউব ও যশরাজ ফিল্মের ওয়েবসাইটে পাওয়া যাবে।
(দ্য রিপোর্ট/এআইএম/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)