প্রিমিয়ার লিগের পর্দা উঠবে ২৭ ডিসেম্বর
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। ২৭ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার।মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘প্রথম পর্বের খেলাগুলো কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। প্রতিদিন ২টি ম্যাচ ২ ভেন্যুতে হবে। একটি ম্যাচ দিনে এবং একটি করে ম্যাচ আয়োজন করা হবে ফ্লাডলাইটের আলোয়।
তিনি আরও বলেছেন, ‘আগে আমরা সপ্তাহে ৩ দিন খেলা হবে বলে জানিয়েছিলাম। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যাচ ডে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ৪-৫ দিনও খেলা মাঠে গড়াবে।’
লিগের পৃষ্ঠপোষক নিয়ে সালাম মুর্শেদী বলেছেন, ‘প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর এখনও চূড়ান্ত হয়নি। তবে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের আলোচনা চলছে। আশা করি, খুব শিগগিরই চূড়ান্ত হবে।’
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)