ইউক্রেনে পশ্চিমা কূটনীতিকরা
দ্য রিপোর্ট ডেস্ক : বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে ইউক্রেনে সৃষ্ট সংকট সমাধানে দেশটিতে পৌঁছেছেন পশ্চিমা কূটনীতিকরা। খবর বিবিসির।
পশ্চিমা কূটনীতিকরা এমন সময় দেশটিতে পৌঁছালেন যখন রাজধানী কিয়েভে বিরোধীদের সরকারি ভবন ঘেরাও কর্মসূচি ভাঙ্গতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ইতোমধ্যে ইউএস ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ ক্যাথেরিন অ্যাস্টনও শহরটিতে অবস্থান করছেন।
প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ গ্রেফতার বিদ্রোহীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে।
গত মাস থেকে চলা আন্দোলনে দেশটিতে ৩১ জন গ্রেফতার ও বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রসঙ্গত, দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি না করে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করায় এ আন্দোলনের সূত্রপাত। পরবর্তীতে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১০, ২০১৩)