মন্তব্য করার সময় হয়নি : মোশাররফ
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সংকট সমাধানে আলোচনার সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘এখনই মন্তব্য করার সময় হয়নি।’
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার রাতে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা ওসমান ফারুক প্রমুখ।
মোশাররফ বলেন, ‘অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে দু’ঘণ্টা জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আলোচনা চলছে, আলোচনা অব্যাহত থাকবে। শিগগিরই আবারও আলোচনায় বসব। আলোচনার অগ্রগতি সম্পর্ক বলার সময় হয়নি।’
এদিকে বিকেলে সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বলেন, ‘সংকট নিরসনে প্রধান দুই দল সংলাপে রাজি হয়েছে।’
(দ্য রিপোর্ট/টিএস/এমএইচ/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)