রাজনৈতিক সঙ্কটে আশার আলো!
দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : রাজনৈতিক সঙ্কট সমাধানে শেষ মুহূর্তে আলোর দেখা মিলেছে। জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো তার সফরের শুরুতে কিছু না বললেও মঙ্গলবার এ কথা বলেছেন।
তারানকো বলেন, নির্বাচনকালীন সঙ্কট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দল ছাড় দিতে রাজি আছে। এ লক্ষ্যে উভয় দলের সঙ্গে কথা হয়েছে। আমি আশা করি, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উভয়পক্ষকেই ঐকমত্যে আনতে পারবো। আমি ভালো সম্ভাবনা দেখছি। তাই আমার সফর একদিন বাড়িয়েছি।
তাই ৫ দিনের নির্ধারিত সফরে এলেও মঙ্গলবার একদিন বেশি থাকার কথা জানান এই বিশেষ দূত।
তারানকো তার সফরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত শীর্ষ রাজনীতিকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। জাতিসংঘের এই দূত বুধবারও সঙ্কট সমাধানে ব্যস্ত সময় কাটাবেন বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা গেছে, বিরোধী দলের পক্ষ থেকে তফসিল পেছানো এবং নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান ক্ষেত্র প্রস্তুতের (লেভেল প্লেয়িং ফিল্ড) দাবি জানিয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে তারানকোকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে নির্বাচনে অংশ নিলে সঙ্কটের সমাধান মিলবে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ দ্য রিপোর্টকে বলেন, এটা আশার আলোই বলা যায়, এখন পর্যন্ত পজিটিভ। যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে আপাতত এই মুহূর্তে পজিটিভ কথা উনার মুখ থেকে আসায় মানুষ কিছুটা আশান্বিত হচ্ছে, দেখা যাক। যেহেতু উনি বলেছেন অগ্রগতি হচ্ছে এখান থেকে অবনতি হওয়ার কারণ নেই।
রাজনৈতিক বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী দ্য রিপোর্টকে বলেন, এটা একটি চলমান সংলাপের ইশারা দেয়। সেই সংলাপের ফলাফল কি হবে তা আমাদের কারো জানা নেই। সফররত জাতিসংঘের সহকারী মহাসচিবেরও জানার কথা নয়। উনি যেহেতু আশা প্রকাশ করেছেন , এ সংলাপের ফলাফল বেরিয়ে আসলেও আসতে পারে। সমঝোতা আসবে কিনা এটা পুরোপুরি নির্ভর করছে দুই দলের মনোভাবের উপর। দুই শীর্ষ নেত্রীর মন এবং মানসিকতার উপর। যার উপরে অন্যকারো হাত আছে বলে মনে হয় না। সেটা জাতিসংঘই হোক, যুক্তরাষ্ট্র আর ভারতই হোক। সমঝোতা হয়ে গেলে তো হয়ে গেলো। আর না হলে উনি চলে গেলো।
গুলশানের একটি বাসায় মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন তারানকো।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর গুলশানের বাসভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও দ্বিতীয় দফা বৈঠক করেন তিনি। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলও সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।
রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, আওয়ামী লীগের উপদেষ্টা ড. গওহর রিজভী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ তারানকো।
এছাড়া গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গত শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান অস্কার ফার্নান্দেজ তারানকো।
(দ্য রিপোর্ট/আইজেএল/সাদি/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)