এবার বিক্রির তালিকায় বিমানবন্দর!
দ্য রিপোর্ট ডেস্ক : ব্যক্তিগত ব্যবহার্য বিষয় থেকে রাষ্ট্রীয় জিনিস-পত্র কতকিছুই না বিক্রি হয়। এবার সেই তালিকায় যোগ হল বিমানবন্দরের নাম। অবাক হওয়ার মতোই ঘটনা ঘটিয়ে স্পেনে নিলামে উঠেছে পুরো একটা বিমানবন্দর!
স্পেনের মাদ্রিদের দক্ষিণে সোয়েদাদ রিয়েলে ২০০৮ সালে তৈরি হওয়া এ বেসরকারি বিমানবন্দরটি বিক্রি করতে যাচ্ছে তৈরিকারক প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এক বিলিয়ন ইউরোতে নির্মিত এ বিমানবন্দরটি সোমবার একশ’ মিলিয়ন ইউরোতে নিলাম শুরু করা হয়। নিলাম চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
৩৮০টি এয়ারবাস ধারণ ক্ষমতাসম্পন্ন একটি বিশাল রানওয়ে রয়েছে বিমানবন্দরটিতে। এছাড়া এখান থেকে বছরে প্রায় এক কোটি যাত্রী যাতায়াত করতে পারে। তবে ২০১১ সাল থেকে বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট চালনা হচ্ছে না।
২০১২ সালের জুন মাসে বিমানবন্দরটির দেনার পরিমাণ ছিল ৩০০ মিলিয়ন ইউরো।
বিমানবন্দরটির এ পরিণতি স্পেনের রমরমা রিয়েল এস্টেট ব্যবসার একটি আকাশকুসুম কল্পনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, এটি স্পেনের প্রথম বেসরকারি মালিকানায় নির্মিত বিমানবন্দর।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১০, ২০১৩)