দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সায়রুল কবির খান দ্য রিপোর্টকে এ তথ্য দেন।

দুদিনের সফরে বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এছাড়া দুই নেত্রীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনও করবেন ওয়ার্সি।

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে ওয়ার্সির আগমন গুরুত্বের সঙ্গে দেখছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, সংকট নিরসনে দুই নেত্রীর মধ্যে সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)