ত্রুটিপূর্ণভাবে স্তন প্রতিস্থাপনের দায়ে জেল
দ্য রিপোর্ট ডেস্ক : ত্রুটিপূর্ণভাবে স্তন প্রতিস্থাপনের দায়ে ফ্রান্সের মার্সেইয়ের একটি আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে জাঁ-ক্লদ মস নামের এক প্রতারককে। খবর সিএনএনের।
দণ্ডপ্রাপ্ত মস ‘পলি ইমপ্লান্ট প্রথিসে’ সংক্ষেপে পিপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। তাকে আরো ৭৫ হাজার ইউরো জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। এক মহিলার মামলার প্রেক্ষিতে আদালত এই রায় দেয়।
এছাড়া পিপ-এর চার নির্বাহীকে মসের চেয়ে কম মেয়াদের সাজার রায় দিয়েছে আদালত।
২০১০ সালে তার কোম্পানির মাধ্যমে স্তন প্রতিস্থাপন করা এক মহিলার ক্যান্সারে মৃত্যু হয়। এই ঘটনার তদন্তের প্রেক্ষিতে ২০১২ সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে দেখা যায় এই কোম্পানি ব্রেস্ট ইমপ্লান্টের ক্ষেত্রে সিলিকন ব্যবহার করত, যা অনুমোদিত নয়।
জানা গেছে, ৬৫ দেশের প্রায় ৩ লাখ নারী পিপের মাধ্যমে স্তন প্রতিস্থাপন করিয়েছে। এই ধরনের প্রতিস্থাপন ২০১০ সালে নিষিদ্ধ হয়। পরবর্তীতে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়।
এই ধরনের প্রতিস্থাপন যুক্তরাষ্ট্রেও অনুমোদিত নয়। এর আগে ফ্রান্স সরকার মহিলাদের এই কোম্পানির মাধ্যমে করা প্রতিস্থাপন অপসারণ করতে বলে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ১১, ২০১৩)