ফেনীতে শিবির-পুলিশ সংঘর্ষ, নিহত ১
ফেনী সংবাদদাতা : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে এই ঘোষণা আসার পর ফেনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা জামায়াত ইসলামীর শহর সেক্রেটারি আ ন ম আবদুর রহীম জানান, পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে শহরের শান্তি কোম্পানি সড়কে সালমান নামে আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। সে ছাত্রশিবিরের সাথী ছিল।
এর আগে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কার্যকর করা হবে এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে রাত ৯টা থেকে ফেনী শহরে রাস্তা জনশূন্য হয়ে যায়।
এর পরই শহরের এসএসকে সড়কের বিটিসিএল অফিসের ভিতরে থাকা একটি পিকআপে আগুন দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। এছাড়া এসএসকে সড়কের আইল্যান্ডের লোহার গেট ও পাকা পাথর তুলে রাস্তায় ব্যারিকেড দেয় ও পাঠানবাড়ী, এসি মার্কেট, বিটিসিএলসহ কয়েকটি স্থানে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। ককটেলের আওয়াজ, রাস্তায় বেরিকেড ও আগুন দেওয়ায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(দ্য রিপোর্ট/আরএইচআর/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)