শুক্রবারও খোলা ভোমরা বন্দর
সাতক্ষীরা সংবাদদাতা : হরতাল ও অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবারও ভোমরা স্থল বন্দর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস মঙ্গলবার জানান, শুক্রবার বন্দর খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস হওয়ায় বন্দর বন্ধ থাকবে কিনা কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।
এদিকে টানা হরতাল-অবরোধের কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারী আমদানিকারকেরা।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. নিছার উদ্দীন আহমেদ জানান, অনেক ব্যবসায়ীর এলসি খোলা থাকলেও অবরোধের কবলে পড়ে তারা কোনো মালামাল আমদানি-রপ্তানি করতে পারছে না। এর মধ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দর এলাকায় কমপক্ষে ৫০০ থেকে ৬০০ পণ্যবাহী ট্রাক ভারতের মধ্যে আটকে আছে।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এইচএস/ডিসেম্বর ১০, ২০১৩)