দ্য রিপোর্ট ডেস্ক : মঙ্গলবার নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার করমর্দন পূর্ব পরিকল্পিত নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডেস ওবামার সঙ্গে এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করা এক সাংবাদিককে এই কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি জানান, ম্যান্ডেলার স্মরণে দেওয়া ওবামার বক্তৃতা ছাড়া আর কিছুই পরিকল্পিত ছিল না। তিনি মঞ্চে উঠে সেখানে থাকা সবার সঙ্গে হাত মেলান। তিনি শুভেচ্ছা বিনিময়ের অতিরিক্ত কিছুই করেননি।

কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫০ বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক নেই। দক্ষিণ অফ্রিকায় দুই নেতার হাত মেলানোকে অনেক ইতিবাচকভাবেই দেখছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ খবর এলো।

রোডেস জানান, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কিউবানীতির কোনো বদল ঘটবে না। এদিকে কিউবার একটি সরকারি ওয়েবসাইট বলছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমাপ্তি শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)