বান্দরবানে অস্ত্রসহ এমএনপির ৩ সদস্য আটক
বান্দরবান সংবাদদাতা : জেলার থানছি উপজেলা থেকে ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক, একটি ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়।
বোডিং পাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টায় তাদের আটক করা হয়। এরা হলেন- প্রিতাং ম্রো (৩৪), আবা ম্রো (৩৩) ও রামরু ম্রো (৩৫)।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর গনি জানান, বোডিং পাড়ায় এমএনপির সদস্যরা চাঁদা নিতে এলে স্থানীয়রা পার্শ্ববর্তী বাকলাই পাড়া সেনা ক্যাম্পে খবর দেয়।
সেনা সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)