দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েবে বিক্ষোভকারীদের বড় একটি ক্যাম্পে হানা দিয়েছে শত শত পুলিশ। এসময় ব্যারিকেড ভাঙতে গেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। খবর আল জাজিরার।

বুধবার সকালে ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে এ ঘটনা ঘটে। এইসময় বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীত গাইতে থাকে। পুলিশের উদ্দেশ্যে এই ঘটনাকে লজ্জাকর বলে শ্লোগান দেয়।

এদিকে সরকারি ও বিরোধী পক্ষের এই মুখোমুখি অবস্থান উত্তরণের জন্য দেশটিতে দুইজন পশ্চিমা কূটনৈতিক কাজ করছেন।

প্রসঙ্গত, দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি না করে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করায় এ আন্দোলনের সূত্রপাত। পরবর্তীতে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। তারা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগ দাবি করছেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)