দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শনিরআখড়া ও দনিয়ায় বুধবার সকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজ এলাকা ও সংলগ্ন দনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধ ও হরতাল সমর্থকরা একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটাতে থাকে এবং এর জবাবে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে ৭০-৮০ জন জামায়াত-বিএনপির কর্মী দনিয়া ও শনিরআখড়া এলাকায় অবস্থান নেয়। পুলিশ তাদের প্রতিরোধ করতে গেলে গলির ভেতর থেকে তারা ককটেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় কমপক্ষে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে পুলিশের প্রতিরোধের মুখে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

(দ্য রিপোর্ট/কেজেএন/ডিসেম্বর ১১, ২০১৩)