শুনানির সম্পূরক তালিকার প্রস্তুতি প্রক্রিয়াধীন
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করার পরিপ্রেক্ষিতে শুনানির সম্পূরক তালিকা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আদেশ স্থগিতের বিষয়ে শুনানিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামীপক্ষে কেউ উপস্থিত ছিলেন না।
(দ্য রিপোর্ট/জে/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)