দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় শিবিরকর্মীরা শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ২টি সিএনজি অটোরিকশায় আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনশো রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে শিবির কর্মীরা মিছিল শুরু করে এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শিবিরকর্মীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ২টি সিএনজি অটোরিকশায় আগুন দেয়।
তিনি আরও জানান, সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই বলেন, সংঘর্ষের একপর্যায়ে গোলা বারুদ প্রায় ফুরিয়ে যায়।

(দ্য রিপোর্ট/কেজেএন/জেএম/ এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)