রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮-দলীয় জোটের টানা অবরোধের পঞ্চমদিন বুধবার রাজধানীর পুরান ঢা্কার রায়সাহেব বাজার মোড়ে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এত কোনো হতাহত হয়নি। সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
সুত্রাপুর থানার ওসি খলিলুর রহমানের কাছে ঘটনা সস্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমি জানি না।
এদিকে, ভোর ৬টা ৫০ মিনিটে কারওয়ানবাজার একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবকদল। এ সময় ককয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং-এর সামনে ৮-১০টি ককটেল ও ৪-৫টি গাড়ি ভাঙচুর করে শিবিরকর্মীরা।
এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করতে পারেনি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)