দিনাজপুর সংবাদদাতা : অবরোধ ও হরতাল চলাকালে ১৮ দলের নেতাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার দিনাজপুর জেলায় ১৮ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে এখন পর্যন্ত জেলায় কিছু রিক্সা, ভ্যান, সাইকেল, ইজিবাইক ছাড়া সকল প্রকার ভারী যানচলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ ৩ শতাধিক রাউন্ড টিয়ার সেল, রাবার বুলেট ও শটগানের গুলি নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশ ১২ জনকে আটক করে। এই ঘটনার পর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএমআর/এফএস/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)