রিভিউ পিটিশনের শুনানি চলছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করার পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন চলবে কিনা সে বিষয়ে শুনানি চলছে।
এর আগে আদালত শুনানির সময় নির্ধারণ করেন বুধবার সকাল সাড়ে ১১ টায়। সকালে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আদেশ স্থগিতের বিষয়ে শুনানিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আসামী পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ আগের আদেশ বহাল রাখার জন্য স্টে আবেদন করে। আসামীপক্ষ সময় বৃদ্ধির জন্য আদালতকে বলেন। আদালত রিভিউ পিটিশন চলবে কিনা সে বিষয়ে শুনানি হবে বুধবার সকাল সাড়ে ১১টায় বলে জানান।
(দ্য রিপোর্ট/ জে/ কেএ/এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)