দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিচ হ্যাচারি কর্তৃপক্ষ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৭ কার্যদিবসে এ শেয়ারের দর ৬ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত তিন কার্যদিবস ধরে দর বাড়ার হার তুলনামূলক বেশি।

এরই পরিপেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে অস্বাভাবিকহারে দর বাড়ার কারণ জানতে চাওয়া হয় এ কোম্পানির কাছে। জবাবে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে বুধবার কোম্পানি কর্তৃপক্ষ জানায়।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১১, ২০১৩)