শাবিপ্রবির প্রশাসনিক-একাডেমিক ভবনে তালা
সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল।
বুধবার সকাল ৭টায় শাবিপ্রবি শাখা ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এ ছাড়া ছাত্রদলের ডাকা ধর্মঘট চলছে। এ কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা হয়নি।
শাবিপ্রবির ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক শফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ছাত্ররা কোনো দাবি নিয়ে আন্দোলন করলে একাডেমিক ভবনে তালা দিতে পারে।
কিন্তু তারা শুধু একাডেমিক ভবনেই তালা দেয়নি, প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়েছে। এটা তারা ঠিক করেনি বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর বিএনপি-ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে শাবিপ্রবিার ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/শাহ/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)