লক্ষ্মীপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

শরীফ স্থানীয় হাফিজ আহমদের ছেলে। মৃতদেহের পাশে একটি দা ও গ্যাস লাইট পাওয়া যায় বলে এলাকাবাসী জানায়।
শরীফের সাদা জামায় লেখা ছিল, ‘আমার বড় কষ্ট, আমার মতো কষ্ট পেয়ে যেন কারো মরতে না হয়, আমি মারা গেলে তোমরা আমাকে দেখতে এসো।’
নিহতের বাবা হাফিজ আহমদ জানান, তাদের সঙ্গে কারো বিরোধ নেই, মায়ের শোকে আত্মহত্যা করতে পারে সে। কয়েক বছর আগে তার মা সাহারা খাতুনও আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/জেএম/অক্টোবর ২৪, ২০১৩)