দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ টরে জনসনকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টরে জনসনকে লারস এরিক টেলম্যানের স্থলাভিষিক্ত করা হয়েছে। টরে জনসনের নিয়োগ বুধবার থেকে কার্যকর হবে।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১১, ২০১৩)