দ্য রিপোর্ট ডেস্ক : আজ ১১/১২/১৩। শতাব্দীর শেষ বিশেষ তারিখ। এ রকম বিশেষ তারিখের জন্য বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে পুরো একটি শতাব্দী।

আজকের দিনটিকে বছরের সবচেয়ে রোমান্টিক দিন হিসেবে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে আজ হাজার হাজার যুগল নতুন জীবন শুরু করার জন্য বেছে নিয়েছেন এই ম্যাজিক্যাল দিনটিকেই।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ম্যাচ মেকার প্রতিষ্ঠান ডেভিড ব্রাইডাল জানান, তাদের জরিপ অনুযায়ী আজ যুক্তরাষ্ট্রে ৩ হাজার দম্পতি বিয়ে করতে যাচ্ছেন।

এর আগে, ০৭/০৭/০৭, ১১/১১/১১ ও ১২/১২/১২— এ সব দিনকেও অনেক দম্পতি নতুন জীবন শুরু করার জন্য বেছে নিয়েছিলেন।

সংখ্যাতত্ত্বের দিক থেকেও ১১/১২/১৩ তারিখটি গুরুত্বপূর্ণ্। ১১, ১২ ও ১৩ সংখ্যাগুলোর যোগফল ৯। চীনে ৯ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক। ৯ সংখ্যাটিকে স্থায়ীত্বের প্রতীকও মনে করা হয়।

শুধু বিয়েই নয় এই দিনটি উপলক্ষে অনেকেই নিয়েছেন বিভিন্ন প্রস্তুতি। সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ম্যাজিক্যাল ডে উপলক্ষে পোস্ট করছেন অনেকেই। তারা বন্ধুবান্ধবের কাছে মোবাইলে এই দিনটি উপলক্ষে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা।

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)