ব্যতিক্রম শুধু টেলর
দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে রস টেলরের সেঞ্চুরীর কল্যাণে ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করতে নেমে স্বাগতিকরা শুরুতেই পিটার ফুলটনের উইকেট হারায়। ব্যক্তিগত ৬ রানে ড্যারেন স্যামির বলে আউট হন তিনি। দলীয় ২৪ রানের মাথায় আরেক ওপেনার হামিশ রাদারফোর্ডকে টিনো বেস্ট ফিরিয়ে দিলে চাপে পড়ে স্বাগতিকরা। ৩ এবং ৪ নাম্বারে ব্যাটিংয়ে নামা কেন উইলিয়ামসন ও রস টেলরের ৮৮ রানের জুটির কল্যাণে প্রাথমিক ধাক্কা সামলে উঠে নিউজিল্যান্ড। এই জুটি ভেঙ্গেছেন টিনো বেস্ট। ব্যক্তিগত ৪৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।
অপরপ্রান্তে থিতু হয়ে থাকা টেলর জুটি গড়েন ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গে। এই জুটি ৭৭ রান যোগ করার পর সুনীল নারিনের বলে ম্যাককুলামের আউটের মধ্যে দিয়ে ভেঙ্গে যায়। ব্যক্তিগত ৩৭ রানে আউট হন তিনি।
৬ নাম্বার ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা কোরে অ্যান্ডারসনকে ৩৮ রানে ফিরিয়েছেন শেন শিলিংফোর্ড। টেলর-শিলিংফোর্ড জুটি ৬৮ রান সংগ্রহ করেন। এর মাঝে সেঞ্চুরী পূর্ণ করেন টেলর। দলীয় ২৯৬ রানে ৬ নাম্বার ব্যাটসম্যান হিসেবে শেনন গ্যাব্রিয়েলের বলে আউট হওয়ার আগে ১২৯ রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। বিজে ওয়াটলিং ও টিম সাউদি ৮ এবং ৯ রানে অপরাজিত আছেন।
টিনো বেস্ট ৬৬ রানে ২টি এবং স্যামি, গ্যাব্রিয়েল, শিলিংফোর্ড ও নারিন একটি করে উইকেট লাভ করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭/৬(টেলর ১২৯, উইলিয়ামসন ৪৫, ওয়াটলিং ৮*,সাউদি ৯*; টিনো বেস্ট ৬৬/২)
(দ্য রিপোর্ট/এমআই/শাহ/এইচকে/ডিসেম্বর ১১, ২০১৩)