দ্য রিপোর্ট প্রতিবেদক : রিভিউ শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন আইসিটি অ্যাক্টের ৪৭-এর (৩) ধারা অনুযায়ী কোনো যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্তের ক্ষেত্রে অন্য কোনো আইন প্রযোজ্য হবে না। সংবিধানের মৌলিক অধিকারগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তাই কাদের মোল্লার রিভিউ আবেদন গ্রহণযোগ্য নয়।

(দ্য রিপোর্ট/ জে/ কেএ/শাহ/এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)