দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা থেকে আব্দুল হালিম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। হালিম সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের গনজের মুন্সীর ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উদ্দিন জানান, হালিমকে বুধবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কলাবাগানের খেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)