দ্য রিপোর্ট ডেস্ক : চিত্রশিল্পীরা ক্যানভাস হিসেবে কতকিছুকেই তো বেছে নেন। ডিমের খোলস ও সরিষা দানাসহ অনেক ব্যতিক্রমী ক্যানভাসেই জীবন্ত হয়ে উঠেছে শিল্পীর তুলির আঁচড়। এবার ক্যানভাস হিসেবে মানুষের মুখকে বেছে নিয়েছেন রাশিয়ার মেকআপ শিল্পী ভ্যালেরিয়া কুটসান। মডেলের মুখেই ভ্যালেরিয়া ফুটিয়ে তুলেছেন পপ আর্ট।

মেক্সিকোর আলোকচিত্রী আলেকজান্ডার কোলভ ভ্যালেরিয়াকে ছবিগুলো আঁকার ব্যাপারে সাহায্য করেছেন। ‘2D or not 2D’ শিরোনামের এই সিরিজটি আমেরিকান পপ আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহোলকে উৎসর্গ করেছেন ভ্যালেরিয়া।

ক্যাপশন ১ : মডেলের মুখে লাল লাল ফুটকি এঁকে ফুটিয়ে তুলেছেন রয় লিচটেনস্টেইনের কমিকের চরিত্র।

ক্যাপশন ২ : বুদ্ধিমত্তার সঙ্গেই মডেলের মুখে দ্বিমাত্রিক চিত্র ফুটিয়ে তুলেছেন ভ্যালেরিয়া। জীবন্ত এই চিত্রকর্মটি শেষ করতে ভ্যালেরিয়ার সময় লেগেছে চার ঘণ্টা।

ক্যাপশন ৩ : পিক্সেলের সাহায্যে মডেলের মুখে মোনালিসার আধুনিক সংস্করণ ফুটিয়ে তুলেছেন ভ্যালেরিয়া।

ক্যাপশন ৪ : ছবিটিতে ১৯ শতকের চিত্রশিল্পী পিয়েট মনড্রিয়ানের স্টাইল ফুটে উঠেছে ভ্যালেরিয়ার তুলির আঁচড়ে।

ক্যাপশন ৫ : আলো-অন্ধকারের সেই আদি লড়াইটিই মডেলের মুখে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভ্যালেরিয়া।

ক্যাপশন ৬ : জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউসের প্রতিচ্ছবি মডেলের মুখে।

ক্যাপশন ৭ : খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাদ যায়নি ভ্যালেরিয়ার তুলির আঁড়চ থেকে। নারী মডেলের মুখে ফুটে উঠেছে লাল ও নীল রংয়ের ওবামা।

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)