কলকাতা প্রতিনিধি : শচিন টেন্ডুলকারের অবসর ও ভারতের মঙ্গল অভিযানের মতো ইস্যুকে পেছনে ফেলে ফেসবুকে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী।

২০১৩ সালে ফেসবুকে ভারতীয়রা সবচেয়ে বেশি আলোচনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে নিয়ে।

ভারতে ফেসবুকে মোদির পরই সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন শচিন টেন্ডুলকার। এরপরই আছে আই ফোন ফাইভ। ফেসবুকের দেওয়া তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে আছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।

তালিকায় বলা হয়েছে ভারতীয়রা ফেসবুকে দেশের দর্শনীয় স্থানের ছবি সবচেয়ে বেশি দেয়। নিজের বা বন্ধুর বিয়ের বা প্রেমে পড়ার কথাও ফেসবুকে সবচেয়ে বেশি স্বীকার করে ভারতীয়রা।

তবে ২০১৩ ফেসবুকে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ব্রেকিং নিউজ। কারণ টিভি ও রেডিওর চেয়ে ফেসবুক থেকেই মানুষ সবচেয়ে বেশি ব্রেকিং নিউজ জানতে পারছে।

ভারতে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি বলে কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল।

(দ্য রিপোর্ট/ এসএম/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)