দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর পূর্বনির্ধারিত বুধবারের বৈঠকটি বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। গণভবনে বুধবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বৈঠকটি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার  কথা থাকলেও তারানকোর সফর এক দিন বেড়ে যাওয়ায় তা বুধবার নির্ধারণ করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৫টায় হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিক ব্রিফিং শেষে রাতেই নিউইয়র্কের উদ্দেশে তারানকোর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার আশা নিয়ে গত শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকো। তারানকোর মধ্যস্থতায় বুধবার দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বৈঠক করেন।

সফরকালে তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।

(দ্য রিপোর্ট/কেএ/রা/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)