কাবুলে বিদেশি সেনাদের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সেনাদের গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে এক সেনা কর্মকর্তা জানান।
ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
কাবুলের পুলিশ প্রধান সৈয়দ গাফফার সায়েদ জানান, এ হামলায় ইসাফের কোনো সেনা নিহত হয়নি। তবে হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে আরেকজন আফগান কর্মকর্তা জানান, গাড়িতে রাখা বোমা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। কঠোর নিরাপত্তা বেষ্টিত এ বিমানবন্দরে হামলার ঘটনা বিরল।
(দ্য রিপোর্ট/কেএন/রা/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)