মিয়ানমারে ৪৪ রাজনৈতিক বন্দীর মুক্তি
দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের এক প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা জানিয়েছেন, ৪৪ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার পদক্ষেপ হিসেবে সর্বশেষ এ বন্দীদের মুক্তি দেয়া হলো। খবর আলজাজিরার।
মিয়ানমারের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা হ্লা মং শিউ বুধবার বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘দেশব্যাপী ৪৪ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।’
এর আগে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন এ বছরের শেষে সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার কথা বলেছিলেন।
সাবেক জেনারেল থেইন সেইন ২০১১ সালের মার্চে দেশটির ক্ষমতা নেন। এরপর থেকে পশ্চিমা বিশ্বের অব্যাহত চাপের মুখে অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন দিতে রাজি হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে দেশটির মানবাধিকার কর্মী ও গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচিকে মুক্তি দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/রা/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)