ফেনীতে বসতঘরে আগুন

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি জ্যোতিষ বড়–য়া দীর্ঘদিন চট্টগ্রামে বসবাস করছেন। এ সুযোগে বুধবার রাতে তার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জ্যোতিষ বড়ুয়া দাবি করেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সেনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)