এগারো ডিসেম্বরের টপটেন গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ ডিসেম্বর, বুধবার টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিচ হ্যাচারি এদিন এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৯৬ শতাংশ বা ২.৭ টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ডেল্টা স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ৯.৮৪ শতাংশ বা ৩.৬ টাকা, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর বেড়েছে ৯.৮০ শতাংশ বা ১.৫ টাকা, সায়হাম কটনের শেয়ার দর বেড়েছে ৯.৭৬ শতাংশ বা ২.৪ টাকা, সায়হাম টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ বা ২.৮ টাকা, হাক্কানী পাল্পের ৮.৫৯ শতাংশ বা ৩.৪ টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৯০ শতাংশ বা ৩.৯ টাকা, জিএসপি ফাইন্যান্সের ৯.২৬ শতাংশ বা ২.৫ টাকা, ফ্যাস ফাইন্যান্সের ৮.২৮ শতাংশ বা ১.২ টাকা এবং ফুওয়াং ফুডের শেয়ার দর বেড়েছে ৬.১৭ শতাংশ বা ১.৫ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১১, ২০১৩)