এগারো ডিসেম্বরের টপটেন লুজার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ডিসেম্বর, বুধবার দর কমার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এদিন এ ইউনিটের দর কমেছে ৬.৫৯ শতাংশ বা ০.৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর কমেছে ৫.১২ শতাংশ বা ১৭ টাকা, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৫.২৬ শতাংশ বা ০.৪ টাকা, লিগ্যাসী ফুটওয়্যারের ৫.৯৮ শতাংশ বা ২.৮ টাকা, কোহিনূর কেমিক্যালের ৫.২২ শতাংশ বা ১৮.৯ টাকা, আজিজ পাইপসের ৪.৮০ শতাংশ বা ১.১০ টাকা, মডার্ন ডাইংয়ের ৬.২২ শতাংশ বা ৬.৫ টাকা, মুন্নু জুট স্টাফলারসের ৬.১৭ শতাংশ বা ২০.৪ টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৫ শতাংশ বা ২.১ টাকা এবং ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের শেয়ার দর কমেছে ৪.৮০ শতাংশ বা ১.৬ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১১, ২০২৩)