দ্য রিপোর্ট প্রতিবেদক : ৪ দিনব্যাপী ওয়ালটন এলইডি টেলিভিশন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। ওই সকালে ভলিবল স্টেডিয়াম মাঠে দেখা যাবে মুখোমুখি লড়াই। প্রথম দিনেই ৮টি খেলা হবে।আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন হবে পরের দিন ১৪ ডিসেম্বর।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্পন্সর প্রতিষ্ঠানের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এবারের বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- গত বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ সেনাবাহিনী। রানার আপ তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেড এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ বিমানবাহিনী। এ ছাড়া অংশগ্রহণ করছে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দল।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস অ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ফেডারেশনের সহসভাপতি মোস্তাফা কামাল ও বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ১১, ২০১৩)