এবার চায়না হ্যাকারদের দিকে আঙ্গুল তুলল যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বব্যাপী যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির বিষয়টি সমালোচনার মুখে পড়েছে তখনই চায়না হ্যাকারদের দিকে আঙ্গুল তুলল ইউএস নিরাপত্তা কোম্পানি ফায়ারআই। গত গ্রীষ্মে পাঁচ ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীর কম্পিউটারে গোয়েন্দাবৃত্তি করেছিল চায়না হ্যাকাররা, এমন তথ্যই বেরিয়ে এসেছে কোম্পানিটির সাম্প্রতিক এক গবেষণায়। খবর বিবিসির।
গবেষণায় বলা হয়েছে, হ্যাকাররা ওই মন্ত্রীদের ই-মেইলে ম্যালওয়ার-রিডেন অ্যাটাচমেন্টসহ মেইল পাঠান।
কোন কোন মন্ত্রীর ই-মেইল হ্যাক করা হয়েছে তা জানায়নি কোম্পানিটি। তবে মোট নয়টি কম্পিউটারে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
ফায়ারআই জানিয়েছে, গত সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনকে লক্ষবস্তু বানিয়েছিল হ্যাকাররা। রাশিয়ার সেন্ট পিটসবার্গে অনুষ্ঠিত ওই সম্মেলনে চীনও অংশগ্রহণ করেছিল।
(দ্য রিপোর্ট/এসকে/নূরুডিসেম্বর ১১, ২০১৩)