দ্য রিপোর্ট : জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বুধবার টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।

জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে প্রধান দু’টি রাজনৈতিক দলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে জাতিসংঘ মহাসচিবের এ কথোপকথন হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)