কলকাতা প্রতিনিধি : ভারতের দিল্লিতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে৷ এবার গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী।

গত ৮ ডিসেম্বর দিল্লির কনট প্লেসের সিন্ধিয়া হাউজের পেছনের পার্কিং জোনে চারজন যুবক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে৷

কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে দিল্লির বরাখাম্বা থানা পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অভিযোগকারীর জবানবন্দি নেওয়া হচ্ছে৷

জানা গেছে, সৎ মায়ের সঙ্গে ঝামেলা হওয়ায় উত্তর প্রদেশের ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে আসে। দিল্লির রেলস্টেশনে চার যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপরই তারা ওই কিশোরীকে সিন্ধিয়া হাউজের পেছনে পার্কিং জোনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই কিশোরীকে কাঁদতে দেখে উদ্ধার করে টহলরত পুলিশ।

তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষিতার মেডিকেল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার এসবিএস ত্যাগী জানিয়েছেন, ওই কিশোরীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মানসিকভাবে সে ভেঙে পড়েছে। বর্তমানে তাকে সরকার পরিচালিত একটি নারী নিকেতনে রাখা হয়েছে। একটি এনজিও তাকে মানসিকভাবে সুস্থ করার কাজ চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এসসি/এসকে/এনডিএস/ডিসেম্বর ১১, ২০১৩)