সুনামগঞ্জ সংবাদদাতা : ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার কৈতক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের হারিছ আলীর ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ ডিসেম্বর হরতাল-অবরোধ চলাকালে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই সাইফ উল্লাহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারশ জনকে আসামি করে একটি পুলিশ এসল্ট (মামলা নং- ০৬.০৮/১২/১৩ইং) করে।

আবদুর রহিমকে ওই মামলা ছাড়াও ছাতক টেকনিক্যাল স্কুল অ্যাণ্ন্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/এএস/ডিসেম্বর ১১, ২০১৩)