সিরিয়ার বিদ্রোহীদের অ-প্রাণঘাতি সাহায্য স্থগিত যুক্তরাষ্ট্রের
দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর সিরিয়ার বিদ্রোহীদের অ-প্রাণঘাতি সাহায্য দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
তুরস্কের আঙ্কারায় নিযুক্ত ইউএস দূতাবাসের এক মুখপাত্র জানান, ইসলামিক বিদ্রোহীরা পশ্চিমাপন্থি ফ্রি সিরিয়ান আর্মিদের (এফএসএ) ঘাঁটি দখল করায় এ সিদ্ধান্ত নেওয়া হল।
গত সপ্তাহে তুরস্ক সীমান্তবর্তী বেব আল-হাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক ফ্রন্ট।
তবে যুক্তরাষ্ট্র এ সাহায্য বন্ধ করলেও মানবিক সাহায্য বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ওই মুখপাত্র। বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও এনজিও’র মাধ্যমে মানবিক সাহায্য দেওয়া হবে।
গত ২২ নভেম্বর বেব আল-হাওয়ায় এফএসএ’কে হটিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় ইসলামিক ফ্রন্ট।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১১, ২০১৩)