দ্য রিপোর্ট ডেস্ক : উরুগুয়ের সরকার মঙ্গলবার গাঁজার উৎপাদন, বিক্রি ও গ্রহণে বৈধতা দিয়েছে । আর এর দেশটি মাধ্যমে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এ মাদকটিকে আইনি বৈধতা দিল। খবর বিবিসির।

দেশটির সংসদে ১২ ঘণ্টা বিতর্কের পর সংসদ সদস্যরা মাদকটির পক্ষে আনা বিলটির অনুমোদন দেন। বিলটিতে বলা হয়েছে, ১৮ বছরের উপরে উরুগুয়ের যেকোনো নাগরিক মাসে সর্বোচ্চ ৪০ গ্রাম গাঁজা ক্রয় করতে পারবেন। তবে এই আইনটি আসন্ন এপ্রিলের আগে কার্যকর হচ্ছে না।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে অবৈধ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে। তবে এর বিরোধীরা জানিয়েছে, এর ফলে মাদকের প্রতি মানুষ আরো বেশি ঝুঁকে পড়বে।

এদিকে প্রেসিডেন্ট জোসে মুজাইকা সরকারের আনা এই বিলের সমর্থনে শত শত মানুষ দেশটির সংসদের সামনে জড়ো হয়।

দেশটির পার্লামেন্টে বিলটি উত্থাপনের পর সংসদ সদস্য রবের্তো কোন্দে বলেন, অনিবার্য বাস্তবতাকে মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই।

তবে সমালোচকরা বলছে, এর মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ কার্যত ব্যর্থ হলো।

চলতি বছরের জুলাইয়ে ব্রাজিল সফরকালে পোপ ফ্রান্সিস মাদককে বৈধতার দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন। তবে সে সময় পোপ ফ্রান্সিস উরুগুয়ের দিকে ইঙ্গিত করলেও তখন দেশটির নাম বলেনি।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ১২, ২০১৩)