ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অস্ত্রধারীদের হামলায় নিহত ১
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অস্ত্রধারীরা একজন সেনাসদস্যকে হত্যা করেছে। তারা জানিয়েছে, এ ঘটনায় অপর একজন সেনাসদস্য আহত হয়েছে। খবর দ্য ডনের।
আধাসামরিক বাহিনীর মুখপাত্র কিশোর প্রাসাদ জানিয়েছেন, ভারতীয় কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, হামলাকারীরা গুলি ছুড়েই ওই স্থান ত্যাগ করে।
নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে।
কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।
তবে ভারতীয় কর্তৃপক্ষ ওই অঞ্চলে অস্ত্রধারীদের উপর কঠোর অবস্থান বজায় রেখেছে।
এদিকে ভারতের পুলিশ ও সেনাকর্মকর্তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অস্ত্রধারীরা খুব সক্রিয় হয়ে উঠেছে। ওই অঞ্চলের অস্ত্রধারীরা স্বাধীনতা অথবা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পাকিস্তানের অংশ হওয়ার জন্য লড়াই করছে।
(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ১২, ২০১৩)