থাইল্যান্ডে এবার আন্দোলনের হুমকি দিল সরকারপন্থিরা
দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের কোণঠাসা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকেরা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে। ইংলাকপন্থিরা বুধবার এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের।
দেশটিতে ‘লাল শার্ট’ হিসেবে পরিচিত ইংলাকপন্থিরা এমন এক সময় এই আন্দোলনের ঘোষণা দিলেন যখন দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। আর এ পরিস্থিতিতে উভয়পক্ষ রাস্তায় নেমে আসলে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ইংলাকপন্থিদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারবিরোধীদের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। বরং ‘সরকারকে রক্ষা করাই’ তাদের উদ্দেশ্য।
দ্য ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনস্ট ডিক্টেটরশিপের (ইউডিডি) নেতা জতুপর্ন প্রমথান বলেছেন, ‘সরকারকে রক্ষায় তার দল রাজপথে নামবে। কারণ এটা ‘লাল শার্ট’-র দায়িত্বের মধ্যে পড়ে। যারা গণতন্ত্রকে ভালোবাসেন এবং সুথেপের কর্মপদ্ধতির সঙ্গে একমত পোষণ করেন না। তাদের ঐক্যবদ্ধ করা ইউডিডির নৈতিক দায়িত্ব।’
প্রমথান বলেন, লাল শার্টের ডাকে সুথেপের চেয়েও বেশি মানুষ রাস্তায় নামবে।
এদিকে অব্যাহত বিক্ষোভের মুখে ইংলাক গত সোমবার পার্লামেন্ট ভেঙে দেন। আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে পদত্যাগের দাবিকে তিনি সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।
দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ও সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থগসুবান আন্দোলনের শুরু থেকেই ইংলাকের পদত্যাগ দাবি করে আসছেন। আর এ জন্য বিক্ষোভকারীরা ইংলাককে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার ওই সময়সীমা পার হলে ইংলাককে গ্রেপ্তারের করতে সুথেপ পুলিশের প্রতি আহ্বান্ও জানিয়েছিলেন।
তাঁর দাবি, ইংলাককে পদত্যাগ করে একটি পাবলিক কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া দেশটিতে সুষ্ঠু নির্বাচন হবে না।
দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত চারজন নিহত এবং শত শত লোক আহত হয়েছে।
(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ১২, ২০১৩)