দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পুলিশ কয়েক ঘণ্টার চেষ্টার পর বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে ব্যর্থ হওয়ার পর ওই স্থান ত্যাগ করেছে। খবর বিবিসির।

দেশটির দাঙ্গা পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে । এ সময় তারা বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড সরিয়ে ফেলে এবং স্কয়ারের কিছু অংশ থেকে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু অন্যান্য অংশে তখন বিক্ষোভ চলতে থাকে।

এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কয়ারের পাশের সিটি হলের নিয়ন্ত্রণ নিতে গেলে বিক্ষোভকারীরা প্রতিরোধ গড়ে তোলে।পুলিশ লাঠিপেটা শুরু করলে তারা ভবনের ওপর থেকে ব্যাপক হারে ঢিল ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। এরপর নিরাপত্তা বাহিনী পিছু হটে এবং বিক্ষোভকারীরা আবার ধীরে ধীরে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

নিরাপত্তা বাহিনীর ওই চেষ্টার পর বিরোধীদলীয় নেতা আরসেনি ইয়েতসেনুক বলেছেন, আমাদের বিক্ষোভ আরও জোরদার হবে। এতে করে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচেরও পতন ঘটবে বলে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা ক্ষমা করব না। লাখো মানুষ বিক্ষোভে নামবে এবং প্রেসিডেন্টের পতন ঘটবে।’

ইয়েতসেনুক বলেন, ‘ইয়ানুকোভিচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মুখে থুতু দিয়েছেন।’

এদিকে নিরাপত্তা বাহিনীর ওই ব্যর্থ চেষ্টার পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর শক্তি প্রয়োগ করা হবে না বলে বুধবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি না করার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে।

(দ্য ‍রিপোর্ট/আদসি/ডিসেম্বর ১২, ২০১৩)