কুষ্টিয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

স্থানীয়রা জানান, বিএনপি সমর্থিত শামসুদ্দীন মাস্টার ও আওয়ামী লীগ সমর্থিত জালালউদ্দীন গ্রুপের মধ্যে সকালে সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় ৭টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি দিরিপোর্ট২৪কে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)