দ্য রিপোর্ট ডেস্ক : মেসি নেই দলে। এটা যেন চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ম্যাচে ভুলে গিয়েছিলেন বার্সার খেলোয়াড়রা। নেইমারের হ্যাটট্রিকে এদিন তারা ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সেলটিকের বিপক্ষে।

প্রথম গোলটি করেন জেরার্ড পিকে। খেলার ৭ মিনিটেই তার গোলে এগিয়ে যায় নেইমাররা। দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। তখনও খেলার মধ্যবিরতিতে যেতে ৫ মিনিট বাকি।

২-০ ব্যবধানে এগিয়ে থাকা বার্সার উৎসব বাড়িয়ে দিয়েছেন নেইমার। খেলার ৪৪ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা।

বিরতির পরের গল্পে শুধুই নেইমারের নাম। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে আটকানোর সকল চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিরতির ৩ মিনিট পর অপ্রতিরোধ্য নেইমার তার দ্বিতীয় গোলটি করেন। খেলার ৬০ মিনিটের মাথায় আদ্রিয়ানোর পাসে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেছেন নেইমার। এটি লিগে তার প্রথম হ্যাটট্রিক। ৭২ মিনিটে ষষ্ঠ গোলটি করেন বদলী খেলোয়াড় ক্রিশ্চিয়ান তেয়ো।

সেলটিকের পক্ষে ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেছেন সমারাস। এই জয়ে এইচ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬ তে উঠেছে বার্সেলোনা।

গ্রুপের অন্য ম্যাচে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আয়াক্স। এর আগে এই আয়াক্সের বিপক্ষে হারের স্বাদ গ্রহণ করতে হয়েছিল বার্সাকে।

এদিকে লিগের অন্য ম্যাচে নাপোলির সঙ্গে ২-০ গোলে হেরে গেছে আর্সেনাল। তবে হারলেও নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে তারা।

(দ্য রিপোর্ট/এমআই/শাহ/এইচকে/ডিসেম্বর ১২, ২০১৩)