গেরিলার প্রদর্শনী শনিবার
দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এদিন প্রদর্শিত হবে নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত চলচ্চিত্র ‘গেরিলা’।
চলচ্চিত্রের কাহিনীতে দেখা যায়, বিলকিস শিক্ষিত-সংস্কৃতিমনা-বলিষ্ঠ চিত্তের অধিকারী। বিলকিসের স্বামী প্রতিষ্ঠিত সাংবাদিক হাসান ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিখোঁজ হন। বাঙালি স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত বিলকিস অসুস্থ শাশুড়ির দেখাশোনা, নিজের ব্যাংকের চাকরি, নিখোঁজ হাসানের খোঁজ নেওয়ার পাশাপাশি ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে।
সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস থেকে ২০১১ সালে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসিরউদ্দীন ইউসুফ।
গেরিলা চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েতসহ অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শিমুল ইউসুফ।
এবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটি নিয়ে বিশেষ আলোচনা করবেন পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এমসি/ডিসেম্বর ১১, ২০১৩)