দ্য রিপোর্ট প্রতিবেদক: চামড়া খাতের সমতা লেদারের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে বাড়ার কারণ অনুসন্ধান করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত ৭ কার্যদিবসে সমতা লেদারের শেয়ার দর ৭২.৮ শতাংশ বা ১০.২ টাকা বেড়েছে। এ সময়ের মধ্যে এ শেয়ারের দরে কোনও মূল্য সংশোধন হয়নি।

কী কারণে শেয়ার দর একটানা বাড়ছে ডিএসইর পক্ষ থেকে তা জানতে চাওয়া হলে গত ৯ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয় দর বাড়ার পেছনে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই। যৌক্তিক কারণ না থাকার পরও একটানা এ শেয়ারের দর বাড়ার নেপথ্যে কী কী বিষয় কাজ করছে, তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ডিএসই।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১২, ২০১৩)