দিনাজপুরের হাবিপ্রবিতে সংঘর্ষ, আহত ২০
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বুধবার সকাল ১০টায় শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ক্যান্টিন ও ছাত্রাবাসে আগুন দেয়। সংঘর্ষের সময় পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। তারা নুর হোসেন ছাত্রাবাস, বিশ্ববিদ্যালয়ের ৪টি বাস, ক্যান্টিন ও ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
একই সময়ে মহসড়ক ও ক্যাম্পাসের শতাধিক গাছ কর্তন ও বিশ্ববিদ্যালয়ের সামনে যুবলীগ নেতা হান্নানের বাড়িতে আগুন দেয় তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশ মিলে শিবিরের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৪ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে প্রায় ২০ জন।
(দ্য রিপোর্ট/এমএমআর/শাহ/এমসি/ডিসেম্বর ১২, ২০১৩)